তিনি বলেন, ‘আমার গ্রাম আমার শহর প্রকল্পের টেকনিক্যাল প্রজেক্ট শিগগিরই অনুমোদন দেয়া হবে।’
বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের প্রতিটি গ্রামে আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে কর্মপরিকল্পনা বাস্তবায়নে গঠিত আন্তমন্ত্রণালয় কমিটির দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
আরও পড়ুন: ঢাকাকে বাসযোগ্য করতে জনঘনত্ব নির্ধারণে পরিকল্পনা হচ্ছে: মন্ত্রী তাজুল
তিনি বলেন, ‘আমার গ্রাম আমার শহর প্রধানমন্ত্রীর অঙ্গীকার। এই অধিকারকে বাস্তবায়ন করার জন্য আমরা ইতোমধ্যে বেশ কয়েকটি সভা করে একটি টেকনিক্যাল প্রজেক্ট করেছি এবং সেটা অনুমোদনের অপেক্ষায় আছে। আশা করি অল্প সময়ের মধ্যে প্রজেক্টটা অনুমোদন হয়ে যাবে। এরপর আমরা ১৫ গ্রামে পাইলট প্রজেক্ট করব।’
মন্ত্রী জানান, আজকের সভাতে কয়েকটি মন্ত্রণালয়, যাদের সঙ্গে পরস্পরের সাথে কাজের ধরনের মিল আছে তাদের মিলিয়ে কয়েকটি সাব-কমিটি করা হয়েছে। ক্লাস্টার করা হয়েছে। এই কমিটিগুলো ঘন ঘন মিটিং করে তাদের করণীয়গুলো ঠিক করবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য সহযোগিতা করবে।
আরও পড়ুন: তাপস-খোকনের মতপার্থক্য সময়ের ব্যবধানে নিরসন হবে: এলজিআরডিমন্ত্রী
তিনি আরও বলেন, গ্রামগুলোতে বিদ্যুৎ যাবে, সুপেয় পানির ব্যবস্থা থাকবে, আধুনিক পয়নিষ্কাশন ব্যবস্থা হবে, শিক্ষার ব্যবস্থা উন্নত হবে, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হবে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, কৃষি ব্যবস্থাপনা আধুনিকায়ন ও লাভজনক হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, ব্যাংকিং সিস্টেম সম্প্রসারণ হবে, বাজার ব্যবস্থাপনা আধুনিকায়ন করা হবে। সামগ্রিকভাবে একটি উন্নত জীবন যাত্রার জন্য যে ব্যবস্থাপনা মানুষের জন্য প্রয়োজন সেগুলো সবকিছুই সেখানে করা হবে। এটা একটি দীর্ঘ প্রকল্প, দীর্ঘ সময় ধরে প্রকল্পটি চলবে।
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা সভায় বক্তব্য দেন।
আরও পড়ুন: স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নাগরিক সেবা বৃদ্ধির আহ্বান এলজিআরডিমন্ত্রীর
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৩০ লাখ লোকের কর্মসংস্থান হবে: মন্ত্রী তাজুল