গত চার দিনে করোনাভাইরাসের কারণে ভারতে চলমান লকডাউনে বিভিন্ন স্থানে আটকা পড়া আরও ১ হাজার ৯০ জন বাংলাদেশি দেশে বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরেছেন।
বেনাপোল ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক মো. মহসিন উদ্দিন জানান, ভারত থেকে আগতদের স্বাস্থ্য পরীক্ষা করে ছাড়পত্র প্রদান করা হয়েছে। তাদের মধ্যে কারো দেহে করোনা উপসর্গ পাওয়া যায়নি।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বলেন, ‘শুধু যাদের দেহে করোনা উপসর্গ পাওয়া যাবে তাদেরকেই সরকারি হাসপাতালে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে।’
ভারত থেকে যারা বাংলাদেশে প্রবেশ করছে তাদের স্বাভাবিক নিয়মে ইমিগ্রেশন পক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলেও জানান তিনি।