৫ শতাধিক গবেষক, প্রাণী চিকিৎসক ও ভেটেরিনারি শিক্ষার্থীর অংশগ্রহণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি অ্যাডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ৩১তম বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ‘প্রাণীর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাকৃবির শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
তিনি বলেন, ‘মানসম্মত সেবা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে ভেটেরিনারিয়ানদের এগিয়ে আসতে হবে। কোয়ান্টিটি নয় কোয়ালিটিতে আমাদের বেশি জোর দিতে হবে।’
আরও পড়ুন: নানা অভিযোগে ডিন অফিসে তালা দিলেন বাকৃবির ফুড ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা
বাকৃবি উপাচার্য বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তির ব্যবহার দ্বারা গবাদিপশুর উৎপাদন, মান ও রোগের প্রাদুর্ভাব পরিবর্তিত হচ্ছে। চার দশক আগে খামার ও খামারিদের চিত্রের সঙ্গে বর্তমান অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। খামারিদের দক্ষতা, মন-মানসিকতা, দক্ষতার অবস্থারও পরিবর্তন হচ্ছে। খামারিরা পশুর লালন-পালন ও চিকিৎসায় প্রযুক্তির ব্যবহার করছে। তাই দেশের খামার ও খামারিদের পরিবর্তনের বিষয়টি মাথায় রেখেই ভেটেরিনারিয়ানদের কাজ করতে হবে।’