জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ফরিদপুরের যৌনপল্লি থেকে এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বিষয়টি জানান।
গত শনিবার রাতে ফরিদপুর শহরের একটি যৌনপল্লি থেকে ১৮ বছর বয়সী ওই তরুণীকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: আত্মহত্যা চেষ্টাকারী তরুণী উদ্ধার
উদ্ধার তরুণী পুলিশকে জানান, মাসখানেক আগে প্রেমিকের ডাকে ঘর ছাড়েন তিনি। কিন্তু প্রতারণার শিকার হন। তাকে ফেলে পালিয়ে যান প্রেমিক।
এরপর এক রিকশাচালককে রাতে থাকার জন্য কম টাকার কোনো হোটেলে নিয়ে যেতে বলেন। এখানেও তিনি প্রতারণার শিকার হন।
রিকশাচালক তাকে যৌনপল্লিতে বিক্রি করে দেন; যেখানে মাসখানেক ধরে ইচ্ছার বিরুদ্ধে যৌনকাজে বাধ্য হচ্ছেন তিনি।
ওই তরুণী আরও জানান, গত শনিবার তিনি একজন সহৃদয় খদ্দেরের মোবাইল ফোন ব্যবহার করে ৯৯৯ নম্বরে ফোন করেছেন। তাকে দ্রুত উদ্ধারে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে অনুরোধ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, কনস্টেবল মামুনুর রশিদ কলটি রিসিভ করেন।
তিনি তাৎক্ষণিকভাবে ফরিদপুর কোতোয়ালি থানায় বিষয়টি জানান।
থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে।
দলের নেতৃত্বে থাকা উপপরিদর্শক (এসআই) খায়রুল জানান, শহরের একটি যৌনপল্লি থেকে এক তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বলেন, উদ্ধার তরুণী বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন।
ভুক্তভোগীকে তার মা-বাবার জিম্মায় দেয়া হয়। এছাড়া আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।
আরও পড়ুন: ৯৯৯-এ কল, চলন্ত ট্রাকে ‘ধর্ষণের’ শিকার’ প্রতিবন্ধী তরুণী উদ্ধার