২০১৫ থেকে ২০২০ পর্যন্ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাংলাদেশের অর্জনের স্বীকৃতিস্বরূপ ‘এসডিজি প্রগ্রেস অ্যাওয়ার্ড’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউএন সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক (এসডিএসএন), কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থ ইনস্টিটিউট এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টসহ অন্যান্য সংস্থা যৌথভাবে এই পুরস্কার প্রদান করে।
সোমবার টেকসই উন্নয়ন (আইসিএসডি) – এর উপর ভার্চুয়ালি অনুষ্ঠিত নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী এই পুরস্কার গ্রহণ করেন।
আরও পড়ুন: জলবায়ুর প্রভাব মোকাবিলায় জোরালো পদক্ষেপ চান প্রধানমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ‘এসডিএসএন এবং অন্যান্য কিছু প্রতিষ্ঠান ২০১৫ থেকে ২০২০ পর্যন্ত বাংলাদেশের অর্জনের জন্য এই পুরস্কার প্রদান করেছে। তাদের মূল্যায়ন অনুযায়ী বাংলাদেশ যা করছে তা বিস্ময়কর।’
পুরস্কার গ্রহণ শেষে শেখ হাসিনা এটি বাংলাদেশের মানুষকে উৎসর্গ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই পুরস্কার এসডিজি অর্জনে আমাদের প্রচেষ্টার স্বীকৃতি। কেউ পেছনে থাকবে না-এটিই এসডিজির মূল বিষয়। আমরা অগ্রগতি এবং সমৃদ্ধির দিকে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখব, যাতে কেউ পিছিয়ে না থাকে।’
এই পুরস্কার প্রদানের মাধ্যমে বাংলাদেশের মানুষকে সম্মানিত করার জন্য আইসিএসডিকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী