ঢাকা, ২৯ ডিসেম্বর (ইউএনবি)- রবিবার জাতীয় নির্বাচনকে ঘিরে ফেসবুকে ‘গুজব ছড়ানোর’ অভিযোগে শুক্রবার রাতে মগবাজার ও মৌচাক এলাকা থেকে আটজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)।
র্যাব জানায়, র্যাব-২ এর একটি দল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এ সময় সেখান থেকে ভিডিও তৈরির সরঞ্জাম, ল্যাপটপ এবং মোবাইল ফোনও উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব।