শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘টোটাল সাস্ট’ প্রকল্পে শাবিপ্রবিকে পেপারলেস ডিজিটাল ক্যাম্পাসে পরিণত করার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
রবিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে মোবাইল গেম ডেভেলপমেন্ট বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় বিষয়টি জানান উপাচার্য।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘তথ্য ও প্রযুক্তি সেক্টরের কাজের গুরুত্ব অনুধাবন করে ইতোমধ্যে আমরা সিলেটের আইটি পার্কে ৪০০০ বর্গফুট জায়গা বরাদ্দ নিয়েছি; যার লক্ষ্য হচ্ছে শিক্ষা ও গবেষণায় উদ্ভাবনী কাজ করা। ক্যাম্পাসে একটি ইনোভেশন হাব তৈরির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তাছাড়া শাবিপ্রবিকে পেপারলেস ডিজিটাল ক্যাম্পাসে পরিণত করতে ‘টোটাল সাস্ট’ নামে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু প্রতিষ্ঠার দিক থেকে প্রথম নয়, ইনোভেশনসহ সব কাজেই আমরা প্রথম।’
আরও পড়ুন: শাবিপ্রবিতে টিকার দ্বিতীয় ডোজ নিচ্ছেন শিক্ষার্থীরা
উপাচার্য আরও বলেন, ‘এ ধরণের প্রশিক্ষণ কর্মশালা সরকারের ডিজিটাল বাংলাদেশের কার্যক্রমকে সফল করতে ভূমিকা রাখবে। আমাদের এ বিশ্ববিদ্যালয় সবসময় সব ধরণের উদ্ভাবনী কাজে গুরুত্ব দিয়ে থাকে।’
বিশেষ অতিথির বক্তব্যে ‘মোবাইল গেইম অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প’র পরিচালক যুগ্ম সচিব মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘বিশ্বের গেম ইন্ডাস্ট্রি অনেক বড়। সেখানে ২০০ বিলিয়ন ডলারের বিজনেস হয়। এতে আমাদের অংশগ্রহণ এখনও আশানুরূপ নয়। সরকার এজন্য দক্ষ জনশক্তি গড়ার জন্য কাজ করছে। আশা করি, শাবিপ্রবির তরুণরা এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।’
আরও পড়ুন: শাবিপ্রবিতে প্লাস্টিক পণ্য ব্যবহারে সচেতনতার আওয়াজ
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- শাবিপ্রবির গেম ডেভেলপমেন্ট ল্যাবের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. ফরহাদ রাব্বী ও শেডো হোয়াইট এনিমেশনের সিইও ফয়সাল আহমেদ।
সাস্ট এসোসিয়েশন অব কম্পিউটিং মেশিনারি (এসিএম) স্টুডেন্ট চাপ্টার এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে সহযোগিতায় ছিলেন ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান মার্স সলিউশন লিমিডেট ও শেডো হোয়াইট লিমিটেড।