এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের গ্রাহক নিরবচ্ছিন্ন ও দ্রুত গতির ইন্টারনেট সাশ্রয়ী মূল্যে পেয়ে কাজ করে যাচ্ছেন। সে সময়ে আমাদের ডিজিটাল সরকার ২০২০-২১ অর্থবছরের বাজেটে টেলিযোগাযোগ সেবায় সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে দিয়েছে।’
‘আগেই এ খাতে গত পাঁচ বছরে পাঁচবার কর বাড়িয়ে সরাসরি গ্রাহকের কাছ থেকে ২৮ দশমিক ৫০ শতাংশ আদায় করা হত। এবার আরও ৫ শতাংশ বৃদ্ধির ফলে গ্রাহকের কাছ থেকে ১০০ টাকায় ৩৩ দশমিক ৭৫ টাকার সাথে অপারেটরদের ওপর আরোপিত কর আদায় করা হবে প্রায় ৩০ টাকা,’ যোগ করেন তিনি।
মহিউদ্দিন বলেন, সরকারকে ভাবতে হবে যে অতিদরিদ্র ব্যক্তি বা পরিবার যারা বর্তমানে উপার্জনহীন তাদের কাছ থেকে উচ্চ কর আদায় করা কতটুকু সমীচীন হবে। ‘এ সেবায় এমনিতেই নৈরাজ্য চলছে, তার ওপর অতিরিক্ত কর বিষফোঁড়া হয়ে দাঁড়াবে।’
তিনি সরকারের কাছে নতুন আরোপিত কর বাতিল করার দাবি জানান।