যদি আপনার প্রাক্তন কেউ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠেন, তাহলে তার উপহার সংগ্রহে রাখা ভবিষ্যতে লাভজনক হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল কেবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন) এর এক প্রতিবেদনে বলা হয়, বোস্টনভিত্তিক নিলাম সংস্থা আরআর অকশনের মাদ্যমে ইলন মাস্কের কলেজের বান্ধবী জেনিফার গুয়েন তাদের সম্পর্কের ছবি ও অন্যান্য স্মৃতিচিহ্নের একটি সংগ্রহ নিলামে তুলেছে।
আরও পড়ুন: ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিচ্ছেন ইলন মাস্ক
আরআর এর পক্ষ থেকে সিএনএনকে দেয়া একটি বিবৃতিতে বলা হয়, ১৯৯৪ সালে জেনিফার ও মাস্ক একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে চাকরিরত অবস্থায় সম্পর্কে জড়িয়েছিল।
এই সংগ্রহের মধ্যে রয়েছে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র থাকাকালে তোলা মাস্ক ও জেনিফারের ১৮টি ব্যক্তিগত ছবি।
এই ছবিগুলোতে দ্রুত খ্যাতির চূড়ায় পৌঁছানো বিলিয়নিয়ার মাস্ককে অন্য যে কোনও কলেজ ছাত্রের মতোই মনে হচ্ছে। ছবিতে তাকে তার সহকর্মীদের সঙ্গে আড্ডা দিতে, ঘরে বসে মজা করতে বা তার বাগদত্তার সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায়।
সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়,জেনিফারকে তার জন্মদিনে দেয়া একটি নেকলেস হলো বর্তমান নিলামে সর্বোচ্চ দামি আইটেম, যার সঙ্গে একটি স্বাক্ষরিত জন্মদিনের কার্ডও রয়েছে।
কার্ডটিতে লেখা আছে, ‘শুভ জন্মদিন, জেনিফার (ওরফে বো-বো), লাভ, ইলন।’
আরও পড়ুন: টুইটার বোর্ডে থাকছেন না ইলন মাস্ক
আরআর এই কার্ডটি ১০ হাজার মার্কিন ডলারের বেশি মূল্যে বিক্রির আশা করছে।
দক্ষিণ আফ্রিকার একজন সফল প্রকৌশলী ও রিয়েল এস্টেট ব্যবসায়ী মাস্কের বাবা ইরোল ওই সোনার নেকলেসের পান্নাটি জাম্বিয়াতে পেয়েছিলেন।
নেকলেসটির সঙ্গে দুটি ফটোগ্রাফও অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি হলো মা মায়ো মাস্কের সঙ্গে ইলন মাস্ক ও জেনিফারের একটি ছবি এবং ১৯৯৫ সালের শেষ দিকে মাস্ক ও জেনিফারের তোলা আরেকটি ছবি।
বুধবার নিলাম শেষ হওয়া পর্যন্ত টেসলার অনুরাগীরা মাস্কের স্মৃতিচিহ্নগুলোর জন্য দাম হাকতে পারবেন।
আরও পড়ুন: ইলন মাস্ক সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য