ইউকারস প্ল্যাটফর্মের এইআই টুল ব্যবহার করে গাড়ির মালিকরা এখন তিনদিনের মধ্যে সর্বোচ্চ দামে তাদের গাড়ি বিক্রি করতে পারবেন।
অটোমোটিভ খাতের আধুনিক ও গ্রাহককেন্দ্রিক রূপান্তরে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতির অংশ হিসেবে ইউকারস নিজেদের প্ল্যাটফর্মে এআই ও ক্লাউড কম্পিউটিং সেবা যুক্ত করেছে।
উন্নত অ্যালগরিদম ব্যবহারের ফলে প্রতিবার ব্যবহারের ক্ষেত্রেই ইউকারস ভ্যালুয়েশন টুল আরও সঠিক ফল দেবে। গাড়ির দামের ক্ষেত্রে প্রায় সঠিক অনুমান করতে পারবেন গ্রাহকরা। এর ফলে, ইউকারস প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা নিশ্চিন্ত মনে তাদের প্রত্যাশা অনুযায়ী দাম সম্পর্কে জানতে পারবেন এবং অন্যান্য অটোমোটিভ প্ল্যাটফর্মের তুলনায় কম সময়ে তারা এটা করতে পারবেন।
ইউকারসের চিফ টেকনোলজি অফিসার চো কক ইক বলেন, ‘সেকেন্ড-হ্যান্ড গাড়ি বিক্রির প্রক্রিয়াকে আরও নিরাপদ ও সহজ করতে আমরা ধারাবাহিকভাবে এআই প্রযুক্তির ওপর বিনিয়োগ করে যাচ্ছি। ডিপ-টেকের ক্ষেত্রে শক্তিশালী একটি অবস্থান তৈরির মাধ্যমে কোভিড পরবর্তী বিশ্বে অটোমোটিভ খাতের ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব বলে আত্মবিশ্বাসী।’
এখন গ্রাহকরা শুধুমাত্র ছবি দিয়েই গাড়ি নির্মাতা এবং গাড়ির মডেল বের করতে পারবেন। মেশিন ভিশনের সাহায্যে গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী গাড়ি খুঁজে পেতে কাজ করবে ইমেজ রিকগনিশন।
ডিলাররা যখন ইউকারস প্ল্যাটফর্মে গাড়ি তালিকাভুক্ত করবেন, ক্রেতাদের লুকায়িত ফি এবং প্যাকেজ ডিল (যা উল্লেখ করা হয়নি) নিয়ে ভাবতে হবে না। কেননা, ইউকারসে গাড়ির তালিকাভুক্তির ক্ষেত্রে প্রয়োজনীয় সকল তথ্য সঠিকভাবে দিতে হয়।
নিজেদের ব্যাকঅ্যান্ড সিস্টেম হুয়াওয়ের ক্লাউডে নিয়ে যাওয়ার পরে ইউকারস প্ল্যাটফর্ম আরও উন্নত হয়েছে। এখন এ প্ল্যাটফর্ম আগের চেয়েও অনেক বেশি পরিমাণের ডেটা নিয়ে উন্নত ও নিরাপদ উপায়ে গ্রাহকসেবা দিতে পারবে।
গত বছরের শুরুর দিকে সিঙ্গাপুরে উন্মোচিত হওয়ার পরে হুয়াওয়ে ক্লাউড ইউকারসের মতো স্থানীয় স্টার্টআপগুলোর সাথে অংশীদারিত্বে তাদের নানা ধরনের রিসোর্স দিয়ে সহায়তা করে আসছে। হুয়াওয়ের নিরাপদ ও সাশ্রয়ী সেবার মাধ্যমে স্টার্টআপগুলো আরও উন্নত উপায়ে এদের ব্যাকএন্ড ইনফ্রাস্ট্রাকচার ও এআই অ্যালগরিদম যথাযথ ব্যবহারের মাধ্যমে ব্যবসায়িক উদ্দেশ্য পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডিপ টেক স্টার্টআপদের জন্য হুয়াওয়ের হুয়াওয়ের হাইব্রিড অ্যাকসেলেরেটর প্রোগ্রাম হুয়াওয়ে স্পার্ক ২০২০ -এ পাঁচ ফাইনালিস্টের একটি ছিলো ইউকারস।