বেইজিংয়ের স্থানীয় সময় বুধবার রাত ১২টা ২৫ মিনিটে টিয়ানটং ১-০৩ স্যাটেলাইটটি লং মার্চ-৩বি রকেটের মাধ্যমে নির্ধারিত অরবিটে পাঠানো হয়।
টিয়ানটং-১ নামের টেলিযোগাযোগ স্যাটেলাইটটি সম্পূর্ণভাবে চীনের তৈরি। এতে একটি স্পেস সেগমেন্ট, গ্রাউন্ড সেগমেন্ট এবং ইউজার টার্মিনাল রয়েছে।
আরও পড়ুন: পৃথিবী পর্যবেক্ষণে আবারও স্যাটেলাইট পাঠাল চীন
এক রকেটে ১৩ স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন
চীনের একাডেমি অব স্পেস টেকনোলজির তৈরি টিয়ানটং ১-০৩ স্যাটেলাইট ব্যবহারকারীদের ভয়েস, ক্ষুদে বার্তা এবং ডেটার মতো তথ্যগুলো গ্রাউন্ড স্টেশনে পাঠানোর মাধ্যমে সার্বক্ষণিক আবহাওয়া এবং মোবাইলল নেটওয়ার্ক সংক্রান্ত সেবা দেবে।
চীনের এই স্যাটেলাইটের মাধ্যমে চীনসহ আশেপাশের অঞ্চলগুলো- মধ্যপ্রাচ্য, আফ্রিকা, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের বেশিরভাগ সমুদ্র অঞ্চলে সেবা দেওয়া সম্ভব হবে।
আরও পড়ুন: যোগাযোগ স্যাটেলাইট সিএমএস-০১ উৎক্ষেপণ করল ভারত
সফলভাবে ১০টি উপগ্রহ উৎক্ষেপণ করেছে ভারত
প্রসঙ্গত,নতুন এই স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে লং মার্চ রকেট সিরিজের মাধ্যমে ৩৫৮তম এবং ২০২১ সালে প্রথমবারের মতো মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন।