সম্প্রতি নিজেদের পরবর্তী ২.২০.৮ ভার্সনের জন্য গুগল প্লে বেটা প্রোগ্রামে আবেদন করেছে হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ। খবর এইসময়।
ডব্লিউএবেটাইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, ব্যবহারকারীদের ‘বাগ ফ্রি’ অভিজ্ঞতা দিতেই এখনও ডার্ক থিমের ওপর কাজ করছে। অর্থাৎ ডার্ক মোড পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
তবে ডার্ক থিম না থাকলেও হোয়াটসঅ্যাপের পরবর্তী আপডেটে থাকছে নতুন ফিচার্স। যার মধ্যে রয়েছে সিস্টেম ইভেন্ট বাবল ফিচার, যা ‘এনক্রিপটেড’ বার্তা দেয়। এর ফলে হোয়াটসঅ্যাপের পরবর্তী আপডেট থেকে দেখা যাবে বেশ কিছু পরিবর্তন।
ফেসবুক মালিকানাধীন মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম অ্যাপলিকেশনে আগেই চালু হয়েছে ডার্ক মোড। শিগগিরিই হোয়াটস অ্যাপেও ফিচারটি চালু হবে বলে আশা করছেন ব্যবহারকারীরা।
বিশেষজ্ঞদের মতে, অন্য থিমের তুলনায় স্মার্টফোনের চার্জ বেশিক্ষণ ধরে রাখতে সহায়তা করে ডার্ক মোড থিম। এছাড়া দীর্ঘক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখের ওপর যে চাপ সৃষ্টি হয়, তাও অনেকাংশে লাঘব করে এই ফিচারটি। এমনকি স্মার্টফোনের র্যামের ওপরও চাপ কমাতে সাহায্য করে থাকে এই ডার্ক মোড।