চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে ১২ জুন (রবিবার) চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর লিখিত অভিযোগ করেন চিত্রনায়ক ওমর সানি। যেখানে উল্লেখ করেন, তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে সংসার ভাঙার চেষ্টা করছেন জায়েদ। এই বিষয়ে এবার গণমাধ্যমে বক্তব্য দিলেন চলচ্চিত্র শিল্পী সমিতি সভাপতি ইলিয়াস কাঞ্চন।
সোমবার (১৩ জুন) ওমর সানীর অভিযোগের চিঠি হাতে পান ইলিয়াস কাঞ্চন। তিনি ইউএনবিকে বলেন, ‘বিভিন্ন ধরনের অভিযোগ শিল্পী সমিতির কাছে আসে। সেটি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাধান হয়। সমিতি নিয়ে এক সভা হয়। সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ওমর সানির অভিযোগ নিয়ে সভায় সিদ্ধান্ত নেয়া হবে।’
সভায় বিষয়টির সমাধান হবে বলে জানালে তা নির্দিষ্ট কোন তারিখে হবে সেটি উল্লেখ করেননি ইলিয়াস কাঞ্চন।
ওমর সানি তার তার অভিযোগ লেখেন, ‘দীর্ঘ ৩২ বছর যাবত চলচ্চিত্রে অভিনয় করে আসছি। কিন্তু দুঃখের বিষয় এই যে, সমিতির সদস্য জায়েদ খান গত চার মাস ধরে আমার স্ত্রী চিত্রনায়িকা আরিফা পরভীন মৌসুমীকে নানা হয়রানি ও বিরক্ত করে আসছে। আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।’
ওমর সানির লিখিত অভিযোগের পরেই সামনে আসেন মৌসুমী। একটি অডিও প্রকাশ করে তিনি বিষয়টি নিয়ে মুখ খুলেন। আর এতে পুরো ঘটনাকে উল্টো দিকে মোড় নেয়। জায়েদ খানের বিরুদ্ধে ওমর সানির অভিযোগ অস্বীকার করেন তিনি।
এমন ঘটনার পর থেকেই ওমর সানি ও মৌসুমীর সংসার ভাঙনের গুঞ্জন ছড়িয়েছে। জানা যায়, দেড় মাস ধরে আলাদা থাকছেন তারা। তবে এসবকিছু স্বাভাবিক করতে গণমাধ্যমে বক্তব্য রাখেন এই তারকা দম্পতির ছেলে ফারদিন। তিনি বাবার পক্ষ নিয়ে জানান, এই সমাধান পারিবারিকভাবে তারা করতে চান।
পড়ুন: জায়েদ খান সত্যিই আম্মুকে ডিস্টার্ব করেন: মৌসুমীর ছেলে ফারদিন