জনপ্রিয় অভিনেত্রী ও আওয়ামী লীগের সাবেক এমপি সারাহ বেগম কবরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
এই অভিনেত্রী শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মারা যান।
তার ছেলে শেখর চিশতী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গত ১৫ এপ্রিল থেকে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন কবরী।
আরও পড়ুন: রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক আর নেই
সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন কবরী। পরে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। জনপ্রিয় এই অভিনেত্রী সারেং বউ সিনেমায় অভিনয়ের জন্য ১৯৭৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০০৮ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।