শ্রদ্ধা ও ভালোবাসায় শুক্রবার পালিত হচ্ছে খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীর দশম মৃত্যুবার্ষিকী।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা নামক স্থানে বিপরীতমুখী চুয়াডাঙ্গা এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরকে বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন।
তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট, মুভিয়ানা ফিল্ম সোসাইটি, কথাপ্রকাশ এবং লাগভেলকিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভার্চুয়ালিভাবে এই দিবসটি পালন করছে।
তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট এবং পাবলিশিং হাউস কথা প্রকাশ যৌথভাবে বৃহস্পতিবার রাতে একটি ভার্চুয়াল বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান চলচ্চিত্রকার ক্যাথরিন মাসুদ, চলচ্চিত্র শিক্ষক, লেখক ও চলচ্চিত্র তাত্ত্বিক সঞ্জয় মুখার্জি এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন যোগ দেন।
১৯৫৬ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের ফরিদপুর জেলার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন তারেক মাসুদ।
১৯৯১ সালে ‘আদম সুরত’ চলচ্চিত্রের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন তারেক মাসুদ। বাংলা চলচ্চিত্রে নতুন ধারার সূচনা করেছিলেন তারেক মাসুদ। নির্মাণ করেছেন মুক্তির গান, মুক্তির কথা, মাটির ময়না, অন্তর্যাত্রা ও রানওয়ে, নরসুন্দরের মতো অসাধারণ কিছু সিনেমা।
জনপ্রিয় এই নির্মাতার অনবদ্য সৃষ্টি ‘মাটির ময়না’ প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে অস্কারে স্থান পেয়েছিল। শৈশবে মাদ্রাসা পড়ার সময় নিজের অভিজ্ঞতার ওপর এটি নির্মাণ করেন তারেক। মাটির ময়না ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে সমালোচক পুরস্কার জয় করে। বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিপ্রাপ্ত পায় চলচ্চিত্রটি।
আরও পড়ুন: পরীমণি জেলে, জামিন নাকচ