রবিবার বলিউড কিংখ্যাত শাহরুখ তার স্ত্রী গৌরী খান ও ছোট ছেলে আব্রাম খানকে নিয়ে একটি একরঙা ছবি শেয়ার করেন। যেখানে তিনজনকেই তিলক খেলতে দেখা যায়।
অভিনেতা ভক্ত এবং অনুগামীদের ‘# হ্যাপি দিওয়ালি’ শুভেচ্ছা জানিয়ে শাহরুখ লেখেন, ‘আপনার জীবন আলোকিত হোক এবং সুখী হোক।’
আর তাতেই সমালোচনার মুখে পড়েন এ অভিনেতা। ছবিটি পোস্ট করার পর তাকে ‘ভুয়া মুসলিম’ বলে কটাক্ষ করা হয়। কেউ কেউ এটাকে ‘লজ্জাজনক’ বলেও মন্তব্য করেছেন।
মুসলিম হয়ে দীপাবলি উদযাপন ও হিন্দুদের প্রথা মানায় তার লজ্জা পাওয়া উচিত বলেও মন্তব্য করেন অনেকে।
এ অবস্থায় শাহরুখের পাশে দাঁড়িয়ে শাবানা আজমি টুইট করেন। তিনি লেখেন, ‘ইসলাম ধর্ম এত সংকীর্ণ নয় যে ভারতীয় সংস্কৃতি পালন করা যাবে না বা পালন করলে হুমকির মুখোমুখি হতে হবে।’
শাহরুখ হিন্দু উৎসব উদযাপনের জন্য এবারই প্রথম সমালোচিত হলেন তা কিন্তু নয়। এ বছর গণেশ চতুর্থী উপলক্ষে এই অভিনেতা গণেশের পূজার ছবি শেয়ার করায় সমালোচিত হন।