ইনস্টাগ্রামে ‘কোয়ারেন্টাইন ডায়েরি’ নামের একটি অ্যালবামে নিজের সর্বশেষ ভিডিও ‘ম্যাডাম এক্স’ শেয়ার করে ৬১ বছর বয়সী এ তারকা বলেন, ‘আমি একটি পরীক্ষা করিয়েছি। সেখানে আমি জানতে পেরেছি যে আমার শরীরে অ্যান্টিবডি রয়েছে।’
তিনি আরও বলেন, ‘সুতরাং আগামীকাল আমি গাড়ি নিয়ে লং ড্রাইভে যাচ্ছি... জানালাটি খুলব এবং কোভিড-১৯ এর বাতাসেই নিশ্বাস নিব।’
তবে বিশেষজ্ঞদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, অ্যান্টিবডি পরীক্ষার ফলাফল ইতিবাচক আসার একমাত্র অর্থ হল ম্যাডোনা করোনায় আক্রান্ত ছিলেন। কিন্তু অ্যান্টিবডি তৈরি হলেই যে তিনি আবারও কোভিড-১৯ এ আক্রান্ত হবেন না এমন কোনো তথ্য প্রমাণ এখন পর্যন্ত কোনো গবেষণায় প্রমাণিত হয়নি।
প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শনিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৯ হাজার ৬০৪ জনে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া কোভিড-১৯ রোগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩৪ লাখেরও বেশি মানুষ।