বলিউডের সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মঙ্গলবার মুম্বাই পুলিশ এক কিশোরকে আটক করেছে। মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
মুম্বাই পুলিশ জানিয়েছে, গত ১০ এপ্রিল মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমে একটি হুমকি কল করা হয়েছিল। কলার নিজেকে রাজস্থানের যোধপুর থেকে ‘রকি ভাই’ হিসেবে পরিচয় দেন। তিনি নিজেকে একজন গো-রক্ষক বলে জানান। কলার ৩০ এপ্রিল সালমান খানকে ‘শেষ করার’ হুমকি দিয়েছিলেন।
মুম্বাই পুলিশ আরও বলেছে, কলার একজন অপ্রাপ্তবয়স্ক।
একজন কর্মকর্তা বলেছেন, ‘এখন পর্যন্ত আমরা মনে করি না যে এই কলটিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত। তবে কিশোরটি কেন এমন আচরণ করেছে তা আমরা তদন্ত করছি।’
এর আগে গত ২৬শে মার্চ সালমানকে প্রাণনাশের হুমকি দিয়ে মেইল পাঠানোর দায়ে রাজস্থানের যোধপুরের লুনির বাসিন্দা ধকদ রামকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
আরও পড়ুন: ৫৭ বছরে সালমান খান: ‘ভাইজান’ এর জন্মদিনের শুভেচ্ছায় সোশ্যাল মিডিয়া মুখরিত
বান্দ্রা থানায় এমর্মে একটি মামলাও করা হয়েছে।
অভিযুক্ত ধকদ রাম এক ই-মেইলে সালমানের উদ্দেশে লিখেছিলেন, সুপারস্টার ‘সিধু মুসেওয়ালার’ মতো একই পরিণতি হবে আপনারও।
যোধপুরের লুনি থানার কর্মকর্তা ঈশ্বর চাঁদ পারীক জানিয়েছেন, ‘সালমান খানকে ইমেইলে হত্যার হুমকির বিষয়ে বান্দ্রা থানায় একটি মামলা করা হয়েছে। একটি যৌথ অভিযানে মুম্বাই পুলিশ এবং লুনি পুলিশের দল অভিযুক্ত ধকদ রামকে গ্রেপ্তার করেছে। তিনি যোধপুর জেলার লুনির বাসিন্দা।’
হুমকির পাওয়ার পর থেকেই সালমান খানকে মুম্বাই পুলিশ ওয়াইপ্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে।
অভিনেতা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে হুমকি চিঠি পাওয়ার পর থেকেই মহারাষ্ট্র সরকার সালমান খানকে নিরাপত্তা দিচ্ছে।
আরও পড়ুন: হুমকির পর সালমান খানের নিরাপত্তা জোরদার
বজরঙ্গি ভাইজান-২: মুন্নিকে নিয়ে বলিউড মাতাতে আবারও আসছেন সালমান