বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অন্যতম অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও তার স্বামী- অভিনেতা ভিকি কৌশলকে ইনস্টাগ্রামে মৃত্যুর হুমকি দেয়া হয়েছে।এরপরই এই সেলিব্রিটি দম্পতি পুলিশের কাছে নিজেদের জীবনের সুরক্ষা চেয়েছেন।
একজন পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানান, ‘দুই অভিনেতার অভিযোগের ভিত্তিতে ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় একটি এফআইআর করা হয়েছে। আমরা এ বিষয়ে তদন্তও শুরু করেছি।’
গত বছরের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধেন ক্যাটরিনা ও ভিকি কৌশল।
বিয়ের অনুষ্ঠানে কোনো অতিথিকে মোবাইল ফোন নিয়ে যাওয়ার অনুমতি দেয়া না হলেও সন্ধ্যায় নব দম্পতি হিসেবে তার ও ভিকির প্রথম ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন ক্যাটরিনা।
ছবি শেয়ার করে ক্যাটরিনা লেখেন, ‘সব কিছুর জন্য আমাদের হৃদয়ে শুধু ভালোবাসা ও কৃতজ্ঞতা যা আমাদের এই মুহূর্তে নিয়ে এসেছে। একসঙ্গে এ নতুন যাত্রা শুরু করায় আপনাদের সবার দোয়া ও ভালোবাসা চাই।’
আরও পড়ুন: অবশেষে বিয়ে করলেন ক্যাটরিনা-ভিকি
হংকং-এ জন্মগ্রহণকারী ক্যাটরিনা কাইফ মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। এই অভিনেত্রী ২০০৩ সালে অ্যাকশন ফিল্ম ‘বুম’- দিয়ে তার বলিউড যাত্রা শুরু করেন, যদিও ছবিটি ফ্লপ হয়েছিল। দুই বছর পর তিনি ‘ম্যায়নে পেয়ার কিয়ুন কিয়া’- নামের রোমান্টিক কমেডি ঘরানার ছবি দিয়ে বাণিজ্যিক ধারায় সাফল্য অর্জন করেন।
এরপর তার হিট ছবির তালিকায় আছে- ‘নমস্তে লন্ডন’ (২০০৭), ‘নিউ ইয়র্ক’ (২০০৯), ‘আজব প্রেম কি গজব কাহানি’ (২০০৯),‘রাজনীতি’ (২০১০), ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ (২০১১), ‘এক থা টাইগার’ (২০১২), ‘ধুম ৩’ (২০১৩) ও ‘ব্যাং ব্যাং’ (২০১৪)।
ক্যাটরিনার অন্যান্য সর্বোচ্চ আয়কারী বলিউড ছবি হল ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘টাইগার জিন্দা হ্যায়’ এবং ২০১৯ সালে ‘ভারত’। এই দুই ছবিতেই তার সহ-অভিনেতা ছিলেন সালমান খান।
তার শেষ অ্যাকশন ছবি ছিল ‘সূর্যবংশী’,এ ছবিতে তার সহ-অভিনেতা ছিলেন অক্ষয় কুমার ও অজয় দেবগন।
অন্যদিকে, অ্যাকশন ডিরেক্টর শাম কৌশল ও তার স্ত্রী বীনার ঘরে জন্মগ্রহণকারী ভিকি ২০১২ সালে ক্রাইম ড্রামা ‘গ্যাংস অব ওয়াসেপুর’-চলচ্চিত্রে নির্মাতা অনুরাগ কাশ্যপের সহকারী পরিচালক হিসেবে বলিউডে পা রাখেন।
মূল চরিত্র হিসেবে তার প্রথম কাজ ছিল ২০১৫ সালে প্রচারিত নাটক ‘মাসান’।
কিন্তু ভিকি ২০১৮ সালে ‘রাজি’ ও ‘সঞ্জু’-র মতো দুটি হিট ছবিতে অভিনয়ের মাধ্যমে লাইমলাইটে আসেন।
এর এক বছর পর অ্যাকশন ফিল্ম ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এ একজন সামরিক অফিসারের ভূমিকায় অভিনয় করে তিনি সমালোচকদের প্রশংসা কুড়ান এবং শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
আরও পড়ুন: ক্যাটরিনার বিয়েতে প্রাক্তন প্রেমিক সালমান ও রণবীরকে 'নিমন্ত্রণ করা হয়নি'