চলচ্চিত্রকার আবরার আতহার পরিচালিত থ্রিলার ও ডার্ক কমেডি ধাঁচের এ শর্ট ফিল্মে প্রথমবারের মত একসঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় তিন শিল্পী আফরান নিশো, শ্যামল মাওলা ও শরিফুল রাজ।
এতে আফরান নিশোকে একদম ভিন্নরূপে দেখা যাবে। যিনি পুলিশ কর্মকর্তা সেজে মাদকাসক্ত শরিফুল রাজ ও মাদক ব্যবসায়ী শ্যামল মাওলাকে এক কঠিন পরিস্থিতিতে ফেলে দেন।
রোমাঞ্চকর এ ফিল্মটিতে দর্শক একদিকে বিনোদন পাবেন অন্যদিকে দেখতে পাবেন কীভাবে মাদক সংশ্লিষ্টরা বিপদে পড়েন।
লকডাউনের মধ্যে চারটি ভিন্ন স্থানে চার দিনে ফিল্মটির শ্যুটিং সম্পন্ন করা হয়।
দারুন গল্পের স্ক্রিপ্ট, প্রাণবন্ত অভিনয়ের পাশাপাশি এতে ইন্ডি রেট্রো লুক আনার জন্য ষাটের দশকের ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছে। যা এটিকে ভিন্নমাত্রা ও আবহ দিয়েছে।
পরিচালক আবরার আতহার বলেন, কমেডি থ্রিলার ধাঁচের এ সিরিজটির প্রত্যেকটি চরিত্রের আলাদা গুরুত্ব রয়েছে। মাইনকার চিপায় শুধুমাত্র বিনোদন মুভি নয়। এতে দেখানো হয়েছে মাদকাসক্তি কীভাবে একজন মানুষকে দুর্বল করে ও বিপদে ফেলে।
অভিনেতা আফরান নিশো বলেন, ‘অসাধারন গল্পের মাইনকার চিপায় এক চরিত্রের সাথে আরেকটি চরিত্রের কোনো মিল নেই। এ ধরনের চরিত্রে এই প্রথম কাজ করেছি।’
শরিফুল রাজ বলেন, কাজটি ছিল দারুন রোমাঞ্চকর ও চমৎকার অভিজ্ঞতার। সারা পৃথিবীর উঠতি বয়সের তরুণরা ফিল্মটি দেখে বেশ আনন্দ পাবে।
মাদকাসক্তি কীভাবে মানুষকে ভুল পথে নিয়ে যায় তা এ ফিল্মে যথার্থভাবে চিত্রায়ন করা হয়েছে, বলেন অভিনেতা শ্যামল মাওলা।
গোদ্রেজ হাউজহোল্ড প্রোডাক্টস সহ-নিবেদিত ৪০ মিনিট দৈর্ঘ্যের এ মুভিটি দর্শকরা বিনামূল্যে জি-ফাইভ অ্যাপসে এবং www.zee5.com-এ দেখতে পাবেন।
জি ফাইভ গ্লোবালের চারটি অরিজিনাল ওয়েব ফিল্ম-সিরিজের প্রথম প্রডাকশন হলো ‘মাইনকার চিপায়’। আগামী কয়েক মাসের মধ্যে বাকি তিনটি ছবিও গ্লোবাল জি-ফাইভে দেখানো হবে।