রাজনীতির মাঠে এখন বেশ সরব চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর্তমানে তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক।
সোমবার (৬ নভেম্বর) বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে এক সমাবেশ আয়োজিত হয় চাঁপাইনবাবগঞ্জে। সেখানে উপস্থিত হন মাহি।
মাহি সেখানে গণমাধ্যমে বলেন, ‘দেশকে একটি নৈরাজ্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় বিএনপি। চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়েক দিন যাবৎ দেখছি। এখানে কোথাও হরতাল-অবরোধের প্রভাব দেখা যায়নি। এখনকার জনগণ আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তারা দেশের উন্নয়ন চায়। আর এই উন্নয়নের ধারাবাহিকতা ঠিক রাখতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রয়োজন।’
বিএনপিকে এদেশের মানুষ চায় না উল্লেখ করে মাহি আরও বলেন, ‘আমার ছোট বোনটা যখন বছরের শুরুতেই নতুন বই পায়, দেশের এত উন্নয়ন দেখে, তখন সে এবং তার পরিবার চায়না বিএনপি ক্ষমতায় আসুক। আমার চাঁপাইনবাবগঞ্জবাসী চায়না বিএনপি ক্ষমতায় আসুক। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। দেশের তরুণেরা শেখ হাসিনার উন্নয়নের মার্কা নৌকাতেই তাদের প্রথম ভোটটি দেবে।’
উল্লেখ্য, কিছুদিন আগে নতুন এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন মাহি। কিন্তু প্রযোজকের গণমাধ্যমে এক মন্তব্যের কারণে একদিন শুটিং করে সিনেমাটি থেকে সড়ে যান এই নায়িকা। এমনকি পুরো পারিশ্রমিক ফেরত দিয়ে দেন।
আরও পড়ুন: জামিন পেলেন মাহিয়া মাহির স্বামী রকিব
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন মাহিয়া মাহি
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা: অভিনেত্রী মাহিয়া মাহিকে কারাগারে পাঠানো হয়েছে