শারীরিক অবস্থার উন্নতি হয়েছে অভিনেতা, প্রযোজক ও পরিচালক সোহেল রানার। ১৪ জানুয়ারি (শুক্রবার) তাকে হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়েছে বলে জানান তার ছেলে মাশরুর পারভেজ।
কিছুদিন আগেই করোনামুক্ত হয়েছেন সোহেল রানা। এরপর থেকেই শারীরিক অবস্থার উন্নতি হওয়া শুরু করে।
মাশরুর পারভেজ বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন বাবা নিউরো কম্প্রোমাইজড জটিলতায় ভুগছেন। তাকে বাসায় রেখেই চিকিৎসা চালাতে হবে। তবে তিনি সবার দোয়ায় সুস্থ রয়েছেন। তিনি এখন করোনামুক্ত। যারা এতদিন বাবার পাশে থেকে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা।’
আরও পড়ুন: করোনামুক্ত হয়ে আইসিইউ থেকে কেবিনে সোহেল রানা
২৫ ডিসেম্বর গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এক হাসপাতালে ভর্তি হন অভিনেতা ও প্রযোজক সোহেল রানা। পরবর্তীতে করোনা পরীক্ষা করার পর তার রিপোর্ট পজিটিভ আসে। অবস্থা আরও আশঙ্কাজনক হলে তাকে আইসিইউতে নেয়া হয়।
উল্লেখ্য, ঢাকাই সিনেমা সোহেল রানার বর্ণাঢ্য ক্যারিয়ার। অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসেবেও সফল তিনি। এই দীর্ঘ যাত্রায় তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পেয়েছেন আজীবন সম্মাননা।
আরও পড়ুন: বর্ষীয়ান তারকা সোহেল রানা অভিনীত সেরা কয়েকটি চলচ্চিত্র