কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় রাষ্ট্রপতির নামে ‘আব্দুল হামিদ শিল্পকলা একাডেমি ও আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র’ নির্মিত হচ্ছে।
কেন্দ্রটি হাওর অঞ্চলের সংস্কৃতিক চর্চা ও প্রসারে বিশেষ ভূমিকা পালন করবে। হাওর অঞ্চলের সংস্কৃতি স্বতন্ত্র ও অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন। এই অঞ্চলের সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিরূপণ ও সাংস্কৃতিক অনুষঙ্গ পর্যালোচনার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি ‘হাওর অঞ্চলের সংস্কৃতি’ বিষয়ক গবেষণার উদ্যোগ গ্রহন করেছে।
গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে ১৬ নভেম্বর, বুধবার বিকালে জাতীয় নাট্যশালায় সেমিনার আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আরও পড়ুন: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফারিয়ার সিনেমা
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে বিশিষ্ট লোকগবেষক মু. আ. লতিফ, লেখক ও গবেষক আমিনুর রহমান সুলতান, লেখক ও সাংবাদিক সঞ্জয় সরকার, লেখক ও গবেষক গাজী মহিবুর রহমান, সামস সাঈদ, পার্থ তালুকদার, সাইফ বরকতুল্লাহ, জাকারিয়া মন্ডল, সত্যজিৎ রায় মজুমদার প্রমুখ সেমিনারে অংশগ্রহন করেন।