আমের জাত সংরক্ষণ ও আমকেন্দ্রিক পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম ‘বঙ্গবন্ধু লাইভ ম্যাংগ মিউজিয়াম’। জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে রাজার বাগান নামে পরিচিত আম বাগানটিকে ‘বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এমন উদ্যোগে খুশি স্থানীয় আমচাষি ও ব্যবসায়ীরা।
চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকরী ফসল আম। আমের ফলন ও দরের উপর নির্ভর এ অঞ্চলের মানুষের অর্থনীতি। গোপালভোগ, ক্ষীরসাপাত, ল্যাংড়া, ফজলি, আম্রপালি, আশ্বিনা, ক্ষুদি ক্ষীরসা, বৃন্দাবনী ও লক্ষ্মণভোগসহ অনেক সুস্বাদু জাতের আম উৎপাদন হয় এ জেলায়। এখানে উৎপাদিত আম স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় চালান হওয়ার পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়ে থাকে।
আমের জাত সংরক্ষণ ও আমকেন্দ্রিক পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে জেলার শিবগঞ্জ উপজেলায় কানসাটে প্রায় ১০০ বিঘা জমির উপর থাকা রাজার বাগান নামে পরিচিত সরকারি আম বাগানটিকে ‘বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম’ হিসেবে গড়ে তোলা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, চলতি বছরে শেষ হবে লাইভ ম্যাংগো মিউজিয়ামের নির্মাণ কাজ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, এরই মধ্যে বাগানটির সীমানা প্রাচীর ও ডাকবাংলো নির্মাণ কাজ শেষ হয়েছে। চলছে অন্যান্য অবকাঠামো নির্মাণ কাজ।
আম গাছের পরিচর্যার কাজে ব্যস্ত আব্দুর রহিম বলেন, ছোটবেলা থেকে জেনে আসছি এই বাগানের নাম রাজার বাগান। এই বাগানের কোন পরিচর্যা হতোনা, অবহেলায় পড়ে ছিল দেখার কেউ ছিল না। কিছুদিন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যার এটির দেখাশোনা করছেন।
তিনি বলেন, ‘বর্তমানে প্রাচীর দিয়ে বাগানটিকে ঘেরা হয়েছে। এখন বাগানের পরিচর্যা শুরু হয়েছে। আমি পরিচর্যার কাজ করছি। এখন বাগান দেখতে ভালো লাগছে, মানুষজন আসছে। শুনেছি সামনে আরও কাজ হবে। আমাদের খুব ভালো লাগছে।’
পড়ুন: গৃহহীনদের খুশি দেখতে পাওয়া আমার সবচেয়ে বড় আনন্দ: শেখ হাসিনা