ব্রাহ্মণবাড়িয়ায় এ বছর সবুজ মাল্টার বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় চাষিদের মুখেও তৃপ্তির হাসি। চলতি বছর ব্রাহ্মণবাড়িয়ায় ২৭ কোটি টাকার মাল্টা বিক্রি হবে বলে আশাবাদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তাদের।
অনুকূল আবহাওয়া ও উপযোগী পরিবেশ থাকায় প্রতি বছরই বাড়ছে মাল্টার চাষ। প্রতি বছরই চাষিরা মাল্টার নতুন নতুন বাগান করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর ব্রাহ্মণবাড়িয়ায় ১৩৫ হেক্টর জমিতে সবুজ মাল্টার চাষ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১ হেক্টর, সরাইলে ২ হেক্টর, কসবায় ৩৫ হেক্টর, নবীনগরে ১০ হেক্টর, বাঞ্চারামপুরে ৫ হেক্টর, নাসিরনগরে ১ হেক্টর, আখাউড়ায় ১৫ হেক্টর, আশুগঞ্জে ১ হেক্টর ও বিজয়নগর উপজেলায় ৬৫ হেক্টর জমিতে মাল্টার চাষ করা হয়েছে। চলতি বছর গত বছরের তুলনায় সাড়ে তিন হেক্টর বেশি জমিতে মাল্টার চাষ করা হয়েছে।
জানা যায়, ছোট বড় মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে ১ হাজার ৮৮০টি মাল্টার বাগান। এর মধ্যে বিজয়নগরে ৭৫৪টি, কসবায় ৬৬০টি ও আখাউড়ায় ৪৬৬টি মাল্টার বাগান রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৫ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাল্টার আবাদ শুরু হয়। ফলন ভালো হওয়ায় দিন দিন বাড়ছে মাল্টার চাষ। তবে ব্রাহ্মণবাড়িয়ায় বারি মাল্টা-১ জাতের চাষই বেশি হয়।