শনিবার প্রাদেশিক সরকারের মুখপাত্র মোহাম্মদ জাওয়াদ হাজারি এ তথ্য জানিয়েছেন।
তিনি সিনহুয়াকে বলেন, ‘বাখারাক জেলা সশস্ত্র বিদ্রোহীদের থেকে সাফ হয়ে গেছে এবং বর্তমানে প্রাদেশিক রাজধানী তালোকান শহরের প্রতি তালেবান বিদ্রোহীদের কোনো হুমকি নেই।’
তালেবান জঙ্গিরা প্রায় ১০ দিন আগে আকস্মিক হামলা চালিয়ে বাখারাক জেলার বেশিরভাগ অংশ দখল করে নেয় এবং তারা প্রাদেশিক রাজধানী তালোকান শহর কবজায় আনার চেষ্টা করছিল।
তবে সরকারি বাহিনীর গত তিন দিনের বিশাল অভিযানে ৫০ সশস্ত্র জঙ্গি নিহত ও আরও ৩৭ জন আহত হলে জঙ্গিরা পাশের খাজাগড় জেলায় পালিয়ে যেতে বাধ্য হয়, বলেন জাওয়াদ হাজারি।
জঙ্গিদের পাল্টা আক্রমণে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলেও কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
জাওয়াদ হাজারি জানান, নিরাপত্তা বাহিনী শান্তি বজায় রাখতে শিগগিরই খাজাগড় জেলাতে অভিযান শুরু করবে।
এ বিষয়ে তালেবান জঙ্গিরা এখনো কোনো মন্তব্য করেনি।