আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় এলাকার একটি মসজিদ ও মাদরাসায় বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন এক তালেবান কর্মকর্তা। নিহতের মধ্যে মাদরাসার ছাত্রও রয়েছে।
তালেবানের উপ-সংস্কৃতি ও তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, কুন্দুজ প্রদেশের ইমাম সাহেব শহরে শুক্রবারের বোমা হামলায় আরও ৪৩ জন আহত হয়েছেন। আহতের অধিকাংশই শিক্ষার্থী।
তাৎক্ষণিকভাবে এ হামলায় দায় কেউ স্বীকার করেনি। তবে শুক্রবার আফগানিস্তানের ইসলামিক স্টেটের সহযোগী সংগঠন একদিন আগে ঘটে যাওয়া একাধিক বোমা হামলার দায় স্বীকার করেছে।
আরও পড়ুন: ফাইজারের করোনার পিল ব্যবহারের সুপারিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার
এর আগে কুন্দুজের প্রাদেশিক পুলিশের মুখপাত্র মালাউই বশির আহমাদ ইমাম সাহেবের মসজিদ ও মাদরাসা প্রাঙ্গণে নিহতের সংখ্যা দুজন এবং ছয়জন আহত বলে জানিয়েছিলেন। পরবর্তীতে তিনি এ ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি নিয়ে টুইট করে বলেন, ‘আমরা এই অপরাধের নিন্দা জানাই... এবং ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের গভীর সমবেদনা।’
এদিকে এ হামলাকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছে জাতিসংঘ। আফগানিস্তানে জাতিসংঘের উপ-বিশেষ প্রতিনিধি রমিজ আলাকবারভ এক টুইটবার্তায় বলেছেন, ‘হত্যা এখনই বন্ধ করতে হবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনা উচিত।’