ইউক্রেনের উপকূলে বিস্ফোরণের পরে শুক্রবার একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটির মালিকদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বিবিসি।
ডুবে যাওয়া জাহাজটি পানামার পতাকাবাহী এবং এটি এস্তোনিয়া ভিত্তিক কোম্পানি ভিস্তা শিপিং এজেন্সির মালিকানাধীন।
জাহাজটির মালিকরা বলছেন, এ ঘটনায় ছয়জনকে ইউক্রেনের স্থানীয় উদ্ধারকারী পরিষেবা দল উদ্ধার করেছেন। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা স্পষ্ট নয়।
বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া সামরিক জোট ন্যাটোর সদস্য এবং রাশিয়ার সঙ্গে দেশটির সীমান্ত রয়েছে।
বেশ কিছু দিন আগে ওডেসার কাছের চোরনোমর্স্কের দক্ষিণ বন্দর ছেড়ে যাওয়ার পর জাহাজটি ইউক্রেনের উপকূলে নোঙর করা হয়েছিল।
আরও পড়ুন: ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিভল
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী