গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের হাতে আটক কমপক্ষে ১৩ জিম্মি নিহত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এ তথ্য জানিয়েছে।
এক সংবাদ বিবৃতিতে আল-কাসাম ব্রিগেড জানিয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় গাজার উত্তরাঞ্চলে এবং গাজা শহরের অভ্যন্তরে তীব্র ইসরায়েলি হামলার সময় বিদেশি ও ইসরায়েলি নিহত হয়েছে।’
বিবৃতিতে বলা হয়েছে, উত্তর গাজা উপত্যকায় ছয়জন নিহত হয়েছেন এবং গাজা শহরের পৃথক স্থানে সাতজন নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে, তারা গাজা উপত্যকায় বৃহস্পতিবার রাতে প্রায় ৭৫০টি লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। যার মধ্যে রয়েছে- ভূগর্ভস্থ টানেল, সামরিক কম্পাউন্ড এবং সাইট, কর্মকর্তাদের বাড়ি, অস্ত্রের ডিপো ও যোগাযোগ কক্ষ প্রভৃতি।
আরও পড়ুন: সিরিয়ার দামেস্ক ও আলেপ্পোর বিমানবন্দরে ইসরায়েলের বিমান হামলা
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ১,০৭৮: স্বাস্থ্য মন্ত্রণালয়
কঠোর লড়াইয়ের পর ইসরায়েলি সৈন্যরা খুঁজে পান ধ্বংসস্তূপ ও শিশু হত্যার চিহ্ন