গাজা যুদ্ধ নিয়ে দুই দেশের মধ্যে কয়েক মাস ধরে চলা উত্তেজনার পর ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে ব্রাজিল।
বুধবার (২৯ মে) ব্রাজিলের অফিসিয়াল গেজেটে এই পদক্ষেপের কথা জানানো হয়।
অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে ব্রাজিল সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি। তবে গণমাধ্যমের খবরের পরিপ্রেক্ষিতে ব্রাজিলের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে বৃহস্পতিবার মন্ত্রণালয়ে বৈঠকের জন্য তলব করা হয়।
গাজায় ইসরায়েলি অভিযানের শুরু থেকেই বারবার সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। একে ‘হলোকাস্ট’ অর্থাৎ ‘ইহুদী গণহত্যা’র সঙ্গে তুলনা করেছিলেন। এ কারণে ব্রাজিলের রাষ্ট্রদূত ফ্রেডেরিকো মেয়ারকে জেরুজালেমের জাতীয় হলোকাস্ট যাদুঘরে জনসমক্ষে তিরস্কারের জন্য তলব করেছিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ।
আরও পড়ুন: রাফায় ইসরায়েলি বিমান হামলায় ৩৭ ফিলিস্তিনি নিহত
এ সময় মেয়ারকে দেশে ডেকে পাঠান লুলা। তবে, রাষ্ট্রদূত প্রত্যাহারের এই ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াবে এবং কূটনৈতিক সম্পর্কের অবনতিও হতে পারে। যদিও ইসরায়েলে ব্রাজিলের দূতাবাস এখনো বহাল রয়েছে তবে এই পদে কোনো রাষ্ট্রদূত নেই।
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ইসরায়েলের শীর্ষ কূটনীতিকের কাছে মেয়ারের হেনস্তার প্রতিক্রিয়ায় বুধবারের এই প্রত্যাহার।
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনি আরও বলেন, ইসরায়েলে ব্রাজিলের নতুন রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টি যথাসময়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হবে। আপাতত তেল আবিবে ব্রাজিলের দূতাবাস চার্জ দ্য অ্যাফেয়ার্সের নেতৃত্বে কাজ চালিয়ে যাচ্ছে।
মেয়ারকে জেনেভায় স্থানান্তর করা হয়েছে এবং তিনি সেখানে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় ব্রাজিলের স্থায়ী মিশনে যোগ দেবেন।
এদিকে দেশটির ইসরায়েলপন্থী গোষ্ঠী ইসরায়েলি কনফেডারেশন অব ব্রাজিল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, তারা এই পদক্ষেপের জন্য 'দুঃখ' প্রকাশ করছে।
আরও পড়ুন: আমাদের কিছুই নেই: হামলায় খাদ্যের সন্ধানে থাকা ফিলিস্তিনিরা
তারা জানিয়েছে, ‘ব্রাজিল সরকারের একতরফা পদক্ষেপ ব্রাজিলের যে ভারসাম্য ও সংলাপের কূটনৈতিক ঐতিহ্য তা থেকে দূরে সরিয়ে নিয়েছে এবং ব্রাজিলকে মধ্যপ্রাচ্যে মধ্যস্থতাকারী ও সমর্থনকারী হিসেবে কাঙ্ক্ষিত ভূমিকা পালনে বাধা দিচ্ছে।’
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস দক্ষিণ ইসরায়েলে অতর্কিতে হামলা চালিয়ে প্রায় ১২০০ বেসামরিক লোক হত্যা ও ২৫০ জনকে জিম্মি করার পর এর প্রতিক্রিয়ায় গাজা যুদ্ধের সূচনা করে ইসরায়েল।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় অন্তত ৩৬ হাজার ৯৬ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আর ইসরায়েলের দাবি, তারা ১৫ হাজার হামাস সেনাকে হত্যা করেছে।
দক্ষিণ ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অব সান্তা ক্যাটারিনার আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড্যানিয়েল আইরেস বলেন, বুধবারের পদক্ষেপ ছিল 'প্রতীকী' এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করে লুলা ইঙ্গিত দিয়েছেন যে তিনি সম্পর্ক বজায় রাখতে চান এবং ৭ অক্টোবরের হামলার 'ইসরায়েল যেভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে তার তীব্র সমালোচনা' করতে ব্রাজিল সরকারের অবস্থানকে শক্তিশালী করতে চান।
পৃথকভাবে, এই সপ্তাহে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন কর্তৃক ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রাজিল ২০১০ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। মঙ্গলবারের তিনটি পশ্চিম ইউরোপীয় দেশের সমন্বিত প্রচেষ্টা ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়িয়ে তুলেছে।
হলোকাস্টের সঙ্গে গাজায় ইসরায়েলের হামলার তুলনা প্রত্যাখান করে ইসরায়েল বলেছে, হামাসের অতর্কিত হামলার প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে গাজায় অভিযান চালানো হয়েছে।
চলতি মাসের শুরুতে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে কলম্বিয়া। এর আগে ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনা স্থগিত করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে নাৎসি জার্মানির কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেছিলেন তিনি। গাজায় অভিযানকে কেন্দ্র করেবলিভিয়া ও বেলিজও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।
আরও পড়ুন: ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে নরওয়ে-আয়ারল্যান্ড ও স্পেন