পাকিস্তানের ইসলামাবাদের আদালত থেকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। তার দল তেহরিক ই ইনসাফের কর্মকর্তারা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার দেশটির রাজধানী ইসলামাবাদের আদালতে একাধিক দুর্নীতি মামলার অভিযোগে আদালতে হাজির হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে সরকারবিরোধী সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির একজন সিনিয়র কর্মকর্তা ফাওয়াদ চৌধুরী বলেছেন, ৭২ বছর বয়সী খানকে মঙ্গলবার আদালতের প্রাঙ্গণে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা জাতীয় জবাবদিহি ব্যুরোর এজেন্ট গ্রেপ্তার করেছে।
গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন খান। তিনি তার ক্ষমতাচ্যুতকে অবৈধ এবং পশ্চিমা ষড়যন্ত্র বলে দাবি করেছেন।
আগাম নির্বাচনের দাবিতে তার উত্তরসূরি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন।
আরও পড়ুন: দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের ১০ বছরের কারাদণ্ড
ভারতের মণিপুরে সহিংসতায় নিহত বেড়ে ৬০, কয়েক হাজার বাস্তুচ্যুত