ইস্তানবুল, ০৯ ফেব্রুয়ারি (এপি/ইউএনবি)- ইস্তানবুলে একটি আটতলা আবাসিক ভবন ধসে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী।
সুলেমান সয়লু জানান, শনিবার ধ্বংসাবশেষের নিচ থেকে আরেকটি লাশ উদ্ধার করা হয়েছে।
ইস্তানবুলের ঘনবসতিপূর্ণ এলাকা কারতাল জেলার এ ভবনটি বুধবার ধসে যায়। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের ওপরের তিনটি তলা অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল।
উদ্ধার অভিযান চলাকালে ঘটনাস্থলে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সয়লু।
দুর্ঘটনার পর জীবিত উদ্ধার করা ৩০ জনের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।