ভারতের উত্তর প্রদেশের বৃহত্তর নদিয়ায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, দিল্লির সীমান্তবর্তী নদিয়া শহরের যমুনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই পর্যটক। তারা আগ্রা থেকে নদিয়ায় ফিরছিলেন। পর্যটকরা সেখানে তাজমহল দেখতে গিয়েছিলেন।
নদিয়া পুলিশের এক মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে জানায়, তারা আগ্রা থেকে নদিয়ায় ফেরার পথে জেওয়ার টোল প্লাজার কাছে তাদের বহনকারী গাড়িটি পেছন দিক থেকে একটি ট্রাকে ধাক্কা দেয়।
আরও পড়ুন: নাটোরের বড়াইগ্রামে একই স্থানে ফের সড়ক দুর্ঘটনা, আহত ২
এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‘আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক’ বলেও জানান এক পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করে নিহতদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেছেন।
ট্রাকটি আটক করা হয়েছে উল্লেখ করে এ দুর্ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান পুলিশের এই মুখপাত্র।