ভারী বৃষ্টি ও ভূমিধসে এল সালভাদরে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। যার মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন। বৃহস্পতিবার দেশটির জেনারেল ডাইরেক্টরেট অব সিভিল প্রোটেকশন এ তথ্য জানায়।
আরও পড়ুন: ভারতের মণিপুরে ভূমিধসে নিহত বেড়ে ৪৭
দেশটির ন্যাশনাল সিভিল প্রোটেকশন সিস্টেমের ডিরেক্টর লুইস আলোনসো আমায়া স্থানীয় গণমাধ্যমকে জানান, নিহতদের মধ্যে দুজনের খুবই করুণ মৃত্যু হয়েছে।
সান সালভাদরের কেন্দ্রীয় বিভাগ জানায়, দেশটির পাঞ্চিমালকো পৌরসভায় দুজন নিহত হয়েছেন এবং লা লিবারতাদের হুইজুকার পৌরসভায় একই পরিবারের তিন শিশু ও দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ নিহত হয়েছেন।
ন্যাশনাল সিভিল প্রোটেকশন সিস্টেমের ডিরেক্টর আলোনসো আমায়া দেশটির জাতীয় নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষকে স্থানীয় নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে।
তিনি আরও বলেন, এল সালভাদর ‘একটি অরক্ষিত দেশ’, এখানে ‘সবসময়ই দুর্ঘটনার ঝুঁকি থাকে।’
মধ্য আমেরিকার এই দেশটিতে ভারী বৃষ্টিপাতের কারণে ১ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৬০টি ভূমিধসের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: ইরাকে শিয়া মাজারে ভূমিধসে ৭ জন নিহত