আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এ নির্বাচন এখন হবে ১৭ অক্টোবর।
সোমবার ওয়েলিংটনে সংসদ ভবন ভিহাইভে এক সংবাদ সম্মেলনে আরডার্ন এ ঘোষণা দেন, খবর এপি।
ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার গত সপ্তাহে অকল্যান্ডে দুই সপ্তাহের জন্য লকডাউন জারি করে এবং নির্বাচনী প্রচারণা স্থগিত করে দেয়। যার ফলে বিরোধী দলগুলো নির্বাচন পিছিয়ে দেয়ার দাবি জানায়।
সর্বশেষ এ প্রাদুর্ভাবের আগে নিউজিল্যান্ডে ১০২ দিন ধরে স্থানীয়ভাবে করোনাভাইরাস ছড়ানোর কোনো ঘটনা জানা যায়নি। এবং বেশির ভাগ মানুষের জন্য জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে গিয়েছিল।
এ সময়ের মধ্যে শুধুমাত্র সীমান্তে কোয়ারেন্টাইনে থাকা বিদেশফেরতদের মধ্যে করোনার সংক্রমণ ছিল। কর্মকর্তারা ধারণা করছেন যে বিদেশ থেকে দেশটির ভেতরে ভাইরাস পুনরায় প্রবেশ করেছে। কিন্তু কীভাবে করেছে তা এখনও তারা নিশ্চিত করতে পারেননি। প্রাদুর্ভাবে দেশটির সর্ববৃহৎ শহর অকল্যান্ডে আক্রান্তের সংখ্যা ৫৮ জনে পৌঁছেছে।