করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ১ হাজার ১৭ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন আরও ৭৫ হাজার ৯৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।
করোনায় বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ এশিয়ার এ দেশটিতে এ নিয়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৬০ হাজার ৬২৯ জনের এবং শনাক্ত রোগীর সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়েছে।
দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭ লাখ ২৩ হাজার ১০৪ জন এবং করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৫ লাখের বেশি মানুষ।
এদিকে শিগগিরই ঘোষণা করা হতে পারে ভারতে লকডাউন শিথিল প্রক্রিয়ার চতুর্থ ধাপ ‘আনলক ৪.০’। করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে গত ২২ মার্চ থেকে দিল্লির মেট্রো পরিষেবা স্থগিত রয়েছে, যা সেপ্টেম্বরে পুনরায় চালু করা হতে পারে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কার্মকর্তা।