ভারতে গত ২৪ ঘণ্টায় ৮৫ হাজার ৩৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ছাড়িয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় সারা দেশ এক হাজার ৮৯ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এতে মোট মৃতের সংখ্যা ৯৩ হাজার ৩৭৯ জনে পৌঁছেছে, খবর এপি।
কর্তৃপক্ষ মহামারির মধ্যেই বিহার রাজ্যে প্রথমবারের মতো বিধানসভা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।
অক্টোবরের শেষের দিকে সামাজিক দূরত্বের বিধিনিষেধের মধ্য দিয়ে তিন দিনের মধ্যে প্রায় সাত কোটি দুই লাখ মানুষ ভোট দিতে পারবেন।
গত সপ্তাহে ভারতে প্রতিদিন প্রায় ৭ হাজার কম করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগে ১৬ সেপ্টেম্বর রেকর্ড ৯৭ হাজার ৮৯৪ জন রোগী শনাক্ত হয়েছিল।