মিশরের রাজধানী কায়রোতে একটি গির্জায় আগুন লেগে অন্তত ৪১ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।
রবিবার ইমবাবার আবু সেফিন গির্জায় আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি। গির্জাটি কায়রোর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকার একটি সরু রাস্তায় অবস্থিত।
পুলিশের বিবৃতি অনুযায়ী, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিটের দিকে ইঙ্গিত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা স্থানীয় সময় সকাল ৯টায় আগুনের খবর পায়। ভবনের দ্বিতীয় তলায় একটি এয়ার কন্ডিশনার থেকে আগুন লেগেছে বলে তারা দেখতে পায়।
আগুন লাগার পর মানুষ পালানোর চেষ্টা করলে ধোঁয়া ও পদদলিত হয়ে এত প্রাণহানি হয়েছে বলে জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী। সাম্প্রতিক বছরে এটি মিশরে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুন, নিহত ২
মিশরের কপটিক চার্চ ও স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের সংখ্যা জানিয়েছে।
চার্চটি জানায়, একটি সার্ভিস চলাকালীন আগুনের সূত্রপাত হয়।
কর্মকর্তারা জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং অ্যাম্বুলেন্সে করে হতাহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি সমবেদনা জানাতে কপটিক খ্রিস্টান পোপ দ্বিতীয় তাওয়াড্রোসের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।
এছাড়া আল-আজহারের গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ আল-তায়েবও কপটিক গির্জার প্রধানের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আল-সিসি ফেসবুকে লেখেন, ‘আমি মর্মান্তিক এই দুর্ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠানকে সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, অবিলম্বে দুর্ঘটনা ও এর প্রভাব মোকাবিলায় নির্দেশ দিয়েছি।’