আগামী ২১ সেপ্টেম্বর পালিত হতে যাওয়া আন্তর্জাতিক শান্তি দিবসের ৩৯তম বার্ষিকী উপলক্ষে ইউএন পিস বেল অনুষ্ঠানে তিনি বলেন, ‘সংঘাতের শিকার মানুষজনের জন্য করোনা মহামারি এক বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই আমি বৈশ্বিক যুদ্ধবিরতির তাৎক্ষণিক আবেদন জানিয়েছি।’
‘আগামী সপ্তাহে সাধারণ বিতর্কের সময় আমি পুনরায় এ আহ্বান জানাব। আমাদের দরকার বন্দুককে নীরব করা এবং আমাদের অভিন্ন শত্রু ভাইরাসটিতে নজর দেয়া,’ বলেন তিনি।
কোভিড-১৯ মহামারির কারণে জাতিসংঘের ৭৫ বছরের ইতিহাসে এবার প্রথমবারের মতো বিশ্ব নেতারা সংস্থার বার্ষিকী অধিবেশনে যোগ দেবেন অনলাইনে। অধিবেশনে সাধারণ বিতর্ক শুরু হবে ২২ সেপ্টেম্বর।
জাতিসংঘ প্রধান বলেন, ‘শান্তিপূর্ণ, স্থিতিশীল সমাজ গঠনে দশকের পর দশক, এমনকি শতকের পর শতক লাগে। কিন্তু বেপরোয়া ও বিভাজনমূলক নীতি ও পন্থার মাধ্যমে শান্তি মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যেতে পারে।’
যেখানেই সংঘাত চলছে এবং বন্দুককে নীরব করে দিতে কূটনৈতিক সুযোগ রয়েছে সেখানেই শান্তি আনতে প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।