শনিবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৪ হাজার ৫৯৯ জনে পৌঁছেছে, খবর সিনহুয়া।
আরও পড়ুন:করোনায় বিশ্বব্যাপী শনাক্ত রোগী ৭.৫৬ কোটি ছাড়াল
তথ্য অনুযায়ী, এক দিনে আরও ৩৪৭ জনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা পৌঁছেছে এক লাখ ৪৫ হাজার ১৩৬ জনে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখনও ৩ লাখ ৮ হাজার ৭৫১ জন সক্রিয় রোগী রয়েছেন। যদিও ৯৫ লাখ ৫০ হাজার ৭১২ জনকে চিকিত্সার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
আরও পড়ুন:কোভিড-১৯: ভারতে আক্রান্তের সংখ্যা ৯৯ লাখ ছাড়িয়েছে
ইতোমধ্যে, সরকার সারা দেশে করোনা পরীক্ষার সুবিধা বাড়িয়েছে।
শনিবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) প্রকাশিত তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত মোট ১৬ কোটি ৯০ হাজার ৫১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শুধু শুক্রবারেই ১১ লাখ ৭১ হাজার ৮৬৮টি নমুনা পরীক্ষা করা হয়।
আরও পড়ুন:ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর কোভিড-১৯ শনাক্ত
দেশটির রাজধানী নয়াদিল্লি করোনায় আক্রান্তের সংখ্যায় ওপরের দিকে রয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে এক হাজার ৪১৮ জন শনাক্তের পাশাপাশি ৩৭ জনের মৃত্যু হয়েছে।
করোনায় দিল্লিতে এখন পর্যন্ত ১০ হাজার ২১৯ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:করোনার দ্বিতীয় ভ্যাকসিন অনুমোদনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের