জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্য অনুসারে সোমবার পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ লাখ ৭১ হাজার ৬৫১ জনে।
জেএইচইউ’র তথ্য অনুযায়ী, এই মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২ লাখ ৩৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
শনিবার একদিনেই দেশটিতে ১ লাখ ২৬ হাজারের বেশি কোভিড রোগী শনাক্ত এবং এক হাজারেরও বেশি মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেএইচইউ।
আরও পড়ুন: করোনায় বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে
রবিবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোলের মধ্যেই দেশটিতে দৈনিক কোভিড-১৯ সংক্রমণের হার নতুন মাত্রা পেয়েছে।
সিডিসির মতে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩২ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত বিশ্বের মধ্যে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।
এদিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২ লাখ ৫৫ হাজার ৪৮৯ জনে পৌঁছেছে।
এছাড়া প্রাণঘাতি কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৩ লাখ ২৫ হাজার ৭২ জনে।