যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টো শহরে গুলিবিদ্ধ হয়ে ছয়জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। রবিবার স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে।
সাক্রামেন্টোর পুলিশ প্রধান ক্যাথি লেস্টার এক সংবাদ সম্মেলনে বলেছেন, রবিবার দিবাগত রাত ২টার দিকে ওই এলাকায় পুলিশ টহল দেয়ার সময় গুলির শব্দ শুনতে পায়। তারা ঘটনাস্থলে পৌঁছে এক বিশাল জটলা এবং ছয়জনকে মৃত দেখতে পায়। এছাড়া ১০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাদের অবস্থা সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি।
তবে এ ঘটনায় কতজন জড়িত তা জানে না কর্তৃপক্ষ। কমপক্ষে একজন সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে ক্যালিফোর্নিয়ার পুলিশ।
আরও পড়ুন: ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র
ঘটনাটিকে খুব ‘জটিল’ উল্লেখ করে পুলিশ প্রধান এ ঘটনার কোনো সাক্ষী বা রেকর্ড থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগের আবেদন জানিয়েছেন।
এদিকে গুলির ঘটনার কিছুক্ষণ পরে টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, মানুষ গুলির শব্দের মধ্যেই রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন। এছাড়া এতে ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স দেখা যায়।
সাক্রামেন্টোর মেয়র ড্যারেল স্টেইনবার্গ এক টুইট বার্তায় বলেছেন, ‘আজ সকালের আঘাত ও দুঃখ কথায় প্রকাশ করা যাবে না। মৃত ও আহতের সংখ্যা বোঝা কঠিন। এই মর্মান্তিক ঘটনায় ঠিক কী ঘটেছে সে সম্পর্কে আমরা আরও তথ্যের জন্য অপেক্ষা করছি।’
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন