মস্কো শহরের উপকণ্ঠে এক গাড়ি বোমা হামলায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘মস্তিষ্ক’ খ্যাত আলেক্সান্দার দুগিনের মেয়ে দারিয়া দুগিনার (২৯) মৃত্যু হয়েছে। রবিবার দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।
দেশটির তদন্ত কমিটির মস্কো শাখা জানিয়েছে, শনিবার রাতে দারিয়া যে গাড়িটি চালাচ্ছিলেন সেটিতে বোমা থাকায় বিস্ফোরণটি ঘটেছে।
আলেক্সান্দার দুগিন ‘রাশিয়ান ওয়ার্ল্ড’ এর একজন বিশিষ্ট প্রবক্তা এবং ইউক্রেনে রুশ সেনা অভিযানের অন্যতম সমর্থক।
দুগিনাও তার বাবার মতে বিশ্বাসী ছিলেন এবং দেশটির জাতীয়তাবাদী টিভি চ্যানেল জারগ্রাদে তিনি এ বিষয়ে কথা বলেন।
রবিবার জারগ্রাদ চ্যানেলে দুগিনা সম্পর্কে বলা হয়, ‘দাশা (দারিয়া দুগিনা) তার বাবার মতো ছিলেন। তিনি সবসময় পশ্চিমাদের সঙ্গে লড়াইয়ের পক্ষে ছিলেন।’
আরও পড়ুন: ইউক্রেনের খারকিভ থেকে ‘পুতিনের সমর্থক’ আটক
তার বাবার সঙ্গে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়ার পর সেখান থেকে ফেরার পথে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
কয়েকটি রুশ গণমাধ্যম প্রত্যক্ষদর্শীর বরাতে জানায়, ‘দুগিনা যে গাড়িতে ছিলেন সেটি তার বাবার। ফেরার ঠিক আগে তিনি (তার বাবা) অন্য একটি গাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন।’
এ ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।
তবে ইউক্রেনের রাশিয়া সমর্থিত দোনেৎস্কের পিপলস রিপাবলিকের প্রেসিডেন্ট ডেনিস পুশিলিন এটিকে ‘ইউক্রেন সরকার সমর্থিত সন্ত্রাসীদের’ কাজ বলে দাবি করেন।
তিনি আরও দাবি করেন, তারা মূলত আলেক্সান্দার দুগিনকে হত্যার চেষ্টা করেছে।
আরও পড়ুন: পুতিন ও জেলেনস্কির সঙ্গে দেখা করবেন জাতিসংঘের মহাসচিব
রাশিয়ার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আক্রমণ চালানোর অঙ্গীকার পুতিনের