চীনের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ১২ জন মারা গেছেন এবং আরও কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এতথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন নিউজ আউটলেট সিজিটিএন জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে মুষলধারে বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ছয়জন মারা গেছেন এবং আরও ১২ জন নিখোঁজ রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পর্যন্ত প্রায় এক হাজার ৩০০ নাগরিককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুর লংনান শহরে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং তিন হাজার জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
গত প্রায় দুদিনে দেশটির সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে ৯৮ দশমিক ৯ মিলিমিটার, যা জুলাইয়ের গড় বৃষ্টিপাত থেকে প্রায় দ্বিগুণ।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের চরম আবহাওয়ার ঘটনা ঘটছে। উষ্ণ হাওয়ার কারণে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে।
আরও পড়ুন: চীনে বন্যার কারণে কয়েক হাজার লোককে বাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে