যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ায় জিতে ১৬টি ইলেকট্রোরাল ভোট নিজের করে নিয়েছেন জো বাইডেন। দেশের দক্ষিণাঞ্চলের ‘সৌর বলয়ে’ দুর্গ সম্প্রসারণের চেষ্টায় থাকা ডেমোক্র্যাটদের জন্য এটি এক অসাধারণ বিজয়।
নতুন এ জয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় জো বাইডেনকে আরও অনেক দূর এগিয়ে দিল। অবশ্য ডেমোক্র্যাট শিবিরে পেনসিলভেনিয়া, মিশিগান ও উইসকনসিনকে টেনে আনার পরই ৭ নভেম্বর বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষণা করা হয়।
এখন বাইডেনের ইলেকট্রোরাল ভোট হলো ৩০৬টি আর ট্রাম্প পেয়েছেন ২৩২টি।
জর্জিয়ায় ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট হিলারি ক্লিনটনকে ৫ শতাংশ ভোটে হারিয়েছিলেন ট্রাম্প।
দুই বছর আগে জর্জিয়ায় গভর্নর নির্বাচনের দৌড়ে ডেমোক্র্যাট স্টেসি আব্রামস সামান্য ব্যবধানে হেরে গেলে ২০২০ সালের নির্বাচনে রাজ্যটি দখলে অধিক মনযোগ দেয় ডেমোক্র্যাটরা। এখানে ১৯৯২ সালে বিল ক্লিনটনের পর আরও কোনো ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বিজয়ী হতে পারেননি।