যুক্তরাষ্ট্রের সাতটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যের মধ্যে তিনটি-পেনসিলভানিয়া, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনায় জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ইলেকটোরাল ভোটের কাছাকাছি পৌঁছেছেন তিনি।
পশ্চিম ভার্জিনিয়া ও ওহাইওতে আসন লাভ করে সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে রিপাবলিকানরা।
নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় রিপাবলিকানদের লাভ করা প্রায় ১০টি আসন এবার পুনরুদ্ধারের চেষ্টা করছে ডেমোক্র্যাটরা।
আরও পড়ুন: গণতন্ত্রে প্রভাবিত হ্যারিস সমর্থক, আর মুদ্রাস্ফীতি ও অভিবাসনে ট্রাম্প সমর্থকরা
মঞ্চে উঠলেন ডোনাল্ড ট্রাম্প
এপির বর্তমান হিসাব অনুযায়ী, হোয়াইট হাউসে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৬৭টি ভোট পেয়েছেন ট্রাম্প। তিনি মিশিগান ও উইসকনসিনসহ গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে এগিয়ে রয়েছেন।
পেনসিলভানিয়া জয়ের ফলে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যার মাত্র তিনটি ইলেকটোরাল ভোট দূরে রয়েছেন।
তিনি আলাস্কা বা অবশিষ্ট সুইং স্টেটে জয়ী হতে পারলে হোয়াইট হাউস যেতে পারেন।
ট্রাম্পের ওয়াচ পার্টিতে আলিঙ্গন, ফোনালাপ ও উদযাপন
তার নির্বাচরি রাতের ওয়াচ পার্টিতে জড়ো হওয়া ট্রাম্প সমর্থকরা একে অপরকে আলিঙ্গন করছেন, ফোনে কল, লাফালাফি করছেন এবং তাদের ‘এমএজিএ টুপি’ বাতাসে ছুঁড়ে মারছেন।
ওয়েস্ট পাম বিচের কনভেনশন সেন্টারে এখনও আসছেন অতিথিরা।
আরও পড়ুন: শুরুতেই ট্রাম্প এগিয়ে থাকলেও দোদুল্যমাণ রাজ্যগুলোর ফলাফল এখনো ঘোষণা হয়নি