চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্কের চরম উত্তেজনার মধ্যে ফ্রান্সের সাবেক প্রতিরক্ষামন্ত্রী সিনেটর অ্যালিয়ান রিচার্ডের নেতৃত্বে একদল ফরাসি সিনেটর পাঁচ দিনের সফরে বুধবার তাইওয়ান পৌঁছেছেন।
সিনেটর রিচার্ডের নেতৃত্বে ফরাসি দলটি তাইওয়ানের প্রেসিডেন্ট সাই-ইং-ওয়েন, দেশটির অর্থ ও স্বাস্থ্য কর্মকর্তা এবং মেইনল্যান্ড অ্যাপেয়ার্স কাউন্সিলের সঙ্গে বৈঠক করবেন।
এর আগে গত ফেব্রুয়ারিতে রিচার্ডের এই সফর বাতিল করতে চীনে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে সতর্কপত্র পাঠিয়েছিল চীন।
স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের অঞ্চল দাবি করা চীন এই সফরের বিরোধিতা করতে পারে। এছাড়া দেশটির সঙ্গে যে কোনো ধরনের আন্তর্জাতিক সংশ্লিষ্টতারও চরম বিরোধিতা করে চীন।
আরও পড়ুন: পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
সোমবার থেকে শুক্রবার পর্যন্ত তাইওয়ানের আকাশ সীমায় চীনা যুদ্ধ বিমান বহর ১৪৯ বার উড়ে যায়। এতেই ৪০ বছরের মধ্যে তাইওয়ান-চীন সম্পর্ক উত্তেজনার চরম তুঙ্গে রয়েছে। তবে চীনা যুদ্ধ বিমানকে ‘ঝুঁকিপূর্ণ ও অস্থীতিশীল’ বলেছে যুক্তরাষ্ট্র। এর জবাবে চীন বলছে, যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করছে এবং মার্কিন জাহাজ তাইওয়ান স্ট্রেইট বরাবর চলাচল করেছে যা ‘উত্তেজনাকর’।
দেশটির আকাশে চীনা যুদ্ধ বিমান উড়ে যাওয়ার ঘটনাকে ‘৪০ বছরের মধ্যে চরম গুরুতর’ বলে উল্লেখ করেছেন তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং।
১৯৪৯ সালে এক গৃহযুদ্ধের পর চীন ও তাইওয়ান আলাদা হয়। বর্তমানে দেশ দুটির মধ্যে ব্যাপক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক থাকলেও কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই।
পড়ুন: কাবুলে আইএসের আস্তানায় তালেবানের অভিযান
ফ্রান্সের ক্যাথলিক চার্চের ৩ হাজার যাজক শিশু নির্যাতনকারী