প্রদেশের গভর্নরের মুখপাত্র ওমর জাওয়াক বলেন, শুক্রবার গভীর রাতে প্রথমে একটি সেনা চৌকিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এরপর দুপক্ষের মধ্যে কয়েক ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। এ সময় আরও চার সেনা আহত হন।
তালেবান মুখপাত্র ক্বারি ইউসুফ আহমাদি এ হামলার দায় স্বীকার করে বলেছেন, তারা অস্ত্র ও গোলাবারুদও জব্দ করেছেন।
হেলমান্দ প্রদেশ বিশেষ করে সাংগিন জেলায় যেখানে আক্রমণ হয়েছে সেখানে তালেবানদের বেশ শক্ত অবস্থান রয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে তালেবানরা বিভিন্ন প্রদেশে আফগান সেনাবাহিনী এবং নিরাপত্তা চৌকিগুলোতে হামলার পরিমাণ বৃদ্ধি করেছে।
বৃহস্পতিবার এমনই এক হামলায় ছয় আফগান সেনা নিহত হয়েছিল। একইভাবে গত মঙ্গলবার বাল্ক প্রদেশে আরেকটি হামলায় কমপক্ষে সাত আফগান সেনা নিহত হয়। তার আগে সোমবার উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে তালেবানের হামলায় এক আমেরিকান সেনা নিহত হন।
তালেবানরা এখনো প্রায় আফগানিস্তানের অর্ধেক এলাকা নিয়ন্ত্রণ করে। আমেরিকার সাথে দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানে মার্কিন দূতের সাথে আলোচনার পরও তারা আফগান সেনাবাহিনী, মার্কিন বাহিনী এবং সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। বোমা হামলায় দেশটির বেসামরিক নাগরিকও মারা যাচ্ছে।