উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে চীন সীমান্তে নিয়মিত টহল দেয়ার সময় তুষারধসে পড়ে সাতজন ভারতীয় সৈন্য নিখোঁজ হওয়ার দুই দিন পর তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী ওই সাত সেনার লাশ উদ্ধারের কথা জানিয়েছে।
বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, সকলের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও, সাতজন প্রাণ হারিয়েছে।
এতে আরও বলা হয়েছে, ১৪ হাজার ৫০০ ফুট উচুঁ এই এলাকাটি গত কয়েকদিন থেকে ভারী তুষারপাতের সঙ্গে প্রতিকূল আবহাওয়া ছিল। বর্তমানে লাশগুলোকে তুষারপাতের স্থান থেকে নিকটস্থ সেনা চিকিৎসা কেন্দ্রে নেয়া হচ্ছে।
উল্লেখ্য, রবিবার বিকেলে কামেং সেক্টরে নিয়মিত টহল দেয়ার সময় তুষারধসের কবলে পড়ে দলটি নিখোঁজ হয়।
আরও পড়ুন: লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতজুড়ে মাতম
ভারতের প্রথম সামরিক প্রধান জেনারেল বিপিন মালিকের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ার মাত্র দুই মাস পর দুঃখজনক এই মৃত্যুর ঘটনা ঘটল। গত বছরের ডিসেম্বরে ওই দুর্ঘটনায় জেনারেল ছাড়াও তার স্ত্রী এবং আরও ১২ জন সশস্ত্র বাহিনীর সদস্য নিহত হন।
৬৩ বছর বয়সী চার তারকা জেনারেল ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে বক্তৃতা দেয়ার জন্য যাচ্ছিলেন। এসময় এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারটি নীলগিরিতে বিধ্বস্ত হয় এবং আগুন লেগে যায়। বিমানটিতে থাকা ১৩ জন ঘটনাস্থলেই নিহত হন, আহত একজন বিমান বাহিনীর কর্মকর্তা পরে মারা যান।
জেনারেল রাওয়াতের ৪০ বছরেরও বেশি সময় ধরে সশস্ত্র বাহিনীতে এক গৌরবজ্জ্বল পেশাজীবন কাটিয়েছেন। জুনিয়র কমিশন্ড অফিসারের পদ থেকে তিন-বাহিনীর প্রথম প্রধান হয়ে উঠেছিলেন তিনি।
আরও পড়ুন: ভারতে বেকারত্বের হার কমে ৬.৫৭ শতাংশ