ভারতের রাজধানী দিল্লিতে একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন লেগে ২৬ জন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যায় পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে চার তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত এবং তা দ্রুতই পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘প্রায় ৩০টি ফায়ার টেন্ডারকে কাজে লাগানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো যায়নি। জীবিতদের উদ্ধারে আমাদের কর্মীরা এখনও উদ্ধার অভিযান চালাচ্ছেন।’
আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত
পুলিশের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা জানান, দুর্ঘটনা কবলিত ভবনটি থেকে কমপক্ষে ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ‘সৌভাগ্যবশত, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ভবন থেকে প্রায় ৬০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। যারা দগ্ধ হয়েছে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’
ভবনটির মালিককে অবহেলার অভিযোগে আটক করা হয়েছে এবং এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এ ঘটনায় ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন।